শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: আমির হোসেন আমু

শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: আমির হোসেন আমু

ঝালকাঠি প্রতিনিধি:: আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, সাবেক মন্ত্রীআমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করা। সংগঠনের শক্তি বৃদ্ধির মাধ্যমে দলকে সুসংগঠিত করতে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে বিরোধী দলের অপরাজনীতি দক্ষতার সাথে মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ধারনকরে শেখহাসিনার নেতৃত্বে আমরা বাংালাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।
শনিবার দুপুরে ঝালকাঠিতে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু ও প্রধান বক্তার বক্তব্যে আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন,সদস্য গোলাম রাব্বানী চিনু,আনিসুর রহমান।জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
শিল্পকলা একাডেমীর হলরুমে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের শতশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু তার সদস্য পদ নবায়ন করার মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো.নূরুল আমিন খান সুরুজ, মজিবুল হক আকন্দ, তরুন কর্মকার উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ হাওলাদার,সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ,জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির,যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর মো.কামাল শরিফ প্রমুখ।

 

২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS