শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠিতে ৮টি ডায়গনেষ্টিক ও একটি ক্লিনিক সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত

ঝালকাঠিতে ৮টি ডায়গনেষ্টিক ও একটি ক্লিনিক সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:: ঝালকাঠিতে লাইসেন্স নবায়ন এবং অন্যান্য প্রয়োজনিয় শর্তাবলী প্রতিপালন না থাকায় ৮টি ডায়গনেষ্টিক ও একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া অপর একটি ক্লিনিককে ১০হাজার টাকা জরিমানা করাসহ ১০টি কে ৭ থেকে ৩০ দিনের বিভিন্ন মেয়াদ বেধে দিয়ে প্রয়োজনীয় শর্তাবলী পূরণের নির্দেশ দেয়া হয়েছে। শনিবার বিকেল সাড়ে চার টা পর্যন্ত জেলার চার উপজেলায় এক যোগে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ এ যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যজিষ্ট্রেট আহম্মেদ হাসান এর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পারিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সিয়াম আহসান প্রমুখ। এসময় ১৪ টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এগুলোর মধ্যে দু’টিকে বন্ধ, একটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকীগুলোর মধ্যে ৭টিকে বিভিন্ন মেয়াদে সময় দিয়ে লাইসেন্স নবায়নসহ অন্যান্য প্রয়্জোনীয় শর্ত পূরনের নির্দেশ দেয়া হয়ছে। এদিকে রাজাপুরে ৪টিতে অভিযান চালিয়ে বন্ধ করে দেয়া হয়েছে দুই’টি। কাঠাঁলিয়ায় ৬ টির মধ্যে ৪টি বন্ধ করে দেয়া হয়েছে, এবং নলছিটিতে ৪ টির মধ্যে দু’টিকে সময় দেয়া হয়েছে। সিভিল সার্জন ডা. শিহার উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

অপরদিকে সুশিল সমাজের ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করে বলেন,বর্তমান সরকার দেশের মানুষের জন্য কাজ করছে জনগণের জন্য কাজ করছে। কিন্তু আজ ঝালকাঠিতে জেলা প্রশাসনের ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে লোকদেখানো অভিযান। সঠিক অভিযান করলে কোন ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার খোলা থাকতে পারেনা। সকলে তিনদিন আগেই জানে যে,অভিযান হবে। এর কারন স্বাস্থ্য খাতের দুর্নীতি। সিভিল সার্জন অফিরে কিছু অসাধু কর্মচারীর যোগসাজসে এই সকল অবৈধ ক্লিনিক ও ডায়াগনেস্টিক ব্যবসা চালাচ্ছে বলে জানান তারা।

২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS