রবিবার- ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়িতে সবজি চাষের আড়ালে গাঁজা চাষ। আটক-১

পানছড়িতে সবজি চাষের আড়ালে গাঁজা চাষ। আটক-১

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ১০’মে২০২৩ : সবজি চাষের আড়ালে গাঁজা চাষ এমনিই সংবাদ পায় পানছড়ি থানার ওসি মো: হারুনুর রশিদ। বিশেষ অভিযান পরিচালনাকারী দল নিয়ে ১০’মে (বুধবার) বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে ওসি নিজেই নামেন অভিযানে। উঁচু-নিচু পাহাড় বেয়ে উল্টাছড়ি ইউপির দুর্গম কর্কপাড়ায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় শুকনো ডাল ও পাতাসহ দেড় কেজি: গাঁজা ও টাটকা গাঁজা গাছ। এ সময় আটক করা হয় মো: হাছান আলী (৩৭)’কে। সে উপজেলার উল্টাছড়ি গ্রামের মৃত মো: আক্কাস আলীর সন্তান। জানা যায়, হাসান আলী একজন বর্গাচাষি। সে পাইয়ং পাড়ার লাম্বায়া ত্রিপুরার জায়গা বর্গা নিয়ে কর্কপাড়া এলাকায় সবজি চাষের আড়ালে গাঁজা চাষ করতো। তার চাষ করা গাঁজাগুলো বাজারজাত করার আগেই পুলিশের ফাঁদে আটকা পড়ে। পানছড়ি থানার ওসি মো: হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

৭৪ বার ভিউ হয়েছে
0Shares