সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে প্লাজা ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

সৈয়দপুরে প্লাজা ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি ; সৈয়দপুর প্লাজা ও এসআর প্লাজা সুপার মার্কেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে মার্কেটের প্রকল্প পরিচালকের করা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) মার্কেটের সামনে এর আয়োজন করে ব্যবসায়ীবৃন্দ। এতে বক্তব্য রাখেন, ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সভাপতি শেখ কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক ওমর ফারুক সাগর, সহ-সভাপতি আখতারুজ্জামান সুরুজ ও সোহেল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মানোয়ার হোসেন মনু, দপ্তর সম্পাদক আরমান শেখ পাখি, ক্রীড়া সম্পাদক কোমল সরকার। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সভাপতি আরশেদ আলো, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, সাবেক আহবায়ক মো. আনোয়ারুল, মার্কেটের মসজিদের ইমাম মাওলানা ময়নুল ইসলাম, ব্যবসায়ী আলতাফ হোসেন, নিজাম দেওয়ান, রওশন মাহানামা, মহিলা সদস্য শাহনাজ পারভিন ও আঞ্জুয়ারা এবং মামলার ১ নং আসামী আব্দুল বারী। বক্তারা বলেন, রমজানের ঈদ হলো ব্যবসায়ীদের জন্য মূল বাণিজ্যের মৌসুম। অথচ এই গুরুত্বপূর্ণ সময়ে প্লাজা কর্তৃপক্ষ বিদ্যুতের কৃত্রিম সমস্যা সৃষ্টি করে ব্যবসায়ীদের ভোগান্তিতে ফেলে। গত ঈদেও বিদ্যুতের বিপর্যয় ঘটায়। এতে ব্যবসায় চরমভাবে বিঘিœত হলে ব্যবসায়ীরা ক্ষুদ্ধ হয়ে প্রতিকার দাবী করে। কিন্তু তিন দিনেও এব্যাপারে কোন ব্যবস্থা না নেয়ায় প্রকল্প পরিচালকের অফিসে গিয়ে তাকে না পেয়ে ব্যবসায়ীরা বিক্ষোভ করে ফিরে আসেন। এই ঘটনার প্রেক্ষিতে প্রকল্প পরিচালক ৭ জন ব্যবসায়ীর নামে গালিগালাজ, হত্যার হুমকি ও অফিসে তালা দেয়ার অভিযোগে প্রথমে জিডি ও পরে মামলা দায়ের করেন। যা আদালত কর্তৃক ডিবি তদন্ত করে। ব্যবসায়ীরা এভাবে মামলা দায়ের করে হয়রানীর বিষয়টা মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সামসুল হক ভূঁইয়াকে অবগত করলে তিনি সমাধানের আশ্বাস দেন। দীর্ঘ দিন পেরিয়েও তাঁরা মামলা প্রত্যাহার না করায় ডিবির প্রতিবেদন দাখিল হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এনিয়ে প্রকল্প পরিচালক আলহাজ্ব গুলজার আহমেদকে বার বার তাগাদা দেয়া সত্বেও তিনি তালবাহানা করছেন বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এমতাবস্থায় তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। তারই অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন। আগামী ৭ দিনের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

২৯০ বার ভিউ হয়েছে
0Shares