বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মসজিদের মাইকে জোরে আজান দেওয়ায় মোয়াজ্জেমের নামে থানায় অভিযোগ 

মসজিদের মাইকে জোরে আজান দেওয়ায় মোয়াজ্জেমের নামে থানায় অভিযোগ 

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে মসজিদের মাইকে জোরে সাউন্ড দিয়ে আজান দেওয়ায় মসজিদের মোয়াজ্জেমের নামে থানায় অভিযোগ করার অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে।  এতে করে একজন মুসলিম হয়ে জোরে সাউন্ড করে আজান দেওয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে নরপশু স্কুল শিক্ষক নজরুলের কঠোর শাস্তির দাবি। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, গত সোমবার (৮মে) তানোর পৌর এলাকার কাশিমবাজার বুরুজ গ্রামে। জানা গেছে, তানোর পৌর এলাকার আকচা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক  কাশিমবাজার বুরুজ গ্রামের নজরুল ইসলাম জোরে সাউন্ড করে আজান দেওয়ায় মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে এমন জঘন্য অভিযোগ দায়ের করেছেন। তবে থানা পুলিশ নজরুল ইসলামের অভিযোগ আমলে না নিয়ে তাকে ফেরত পাঠিয়েছেন। অন্যদিকে একজন মুসলিম হয়ে এমন জঘন্য অভিযোগের ঘটনা জানাজানি হলে সাধারণ মানুষের মাঝে তার কঠোর শাস্তির দাবিতে বিক্ষুদ্ধ হয়ে পড়েন। বিষয়টি নিয়ে অভিযোগ কারী নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, এমন অভিযোগ নিয়ে এসেছিলো নজরুল ইসলাম, তার অভিযোগ আমলে না নিয়ে ফেরত পাঠানো হয়েছে।
২২৫ বার ভিউ হয়েছে
0Shares