মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ  

জলঢাকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ  

আনোয়ার হোসেন , জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তঃ স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জলঢাকা মাধ্যমিক বিদ্যালয় (ব্র্যাক) চত্বরে এই প্রতিযোগিতায় বিজয়ী অর্ধ শতাধিক শিক্ষার্থীদের হাতে  পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
ব্র্যাক জেলা সমন্বয়ক আকতারুল ইসলামের সভাপতিত্বে  এসময় উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের ব্র্যাক শিক্ষা কর্মসুচির আঞ্চলিক ব্যবস্থাপক সুরেশ রায়, ব্র্যাক শিক্ষা কর্মসুচির এলাকা ব্যবস্থাপক আনিছার রহমান, কোয়ালিটি ফ্যাসিলিটেটর জাহাঙ্গীর আলম, অভিভাবক সদস্য অধ্যাপক আ.স.ম ফরিদ উল হাসান, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, আইসিটি অফিসার মনোয়ার হোসেন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন অধিকারী প্রমুখ। এসময় ইউএনও মাহবুব হাসান বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধূলা ও বিনোদনের প্রতি শিক্ষার্থীদের মনোযোগী করে গড়ে তুলতে হবে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জলঢাকা মাধ্যমিক বিদ্যালয়ের (ব্র্যাক) আয়োজনে প্রতিযোগিতায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
১৩৩ বার ভিউ হয়েছে
0Shares