বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
কিশোরগঞ্জের গাড়াগ্রাম হাই স্কুলে ইতিহাস সৃষ্টি হতে চলছে

কিশোরগঞ্জের গাড়াগ্রাম হাই স্কুলে ইতিহাস সৃষ্টি হতে চলছে

মোঃ মোসফিকুর রহমান লাল, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গাড়াগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে পবিত্র ঈদ উল ফিতর এর পর ১৩ ই এপ্রিল ২০২৪ ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে গাড়াগ্রাম ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় অনুষ্ঠান ঈদ পূর্ণ মিলনী, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের আয়োজনে দিনভর কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠান টির গত কয়েক বছর আগের সাবেক এক ঝাঁক তরুন উদ্যোক্তা শিক্ষার্থীরা। তারা এ আয়োজনে গাড়াগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন ১৯৭১ ইং সাল থেকে শুরু করে ২০২৪ ইং এসএসসি ব্যাচের সকল শিক্ষার্থীদের কে নিয়ে মহা পূর্ণ মিলনী এর আয়োজন করতে যাচ্ছে। এই অনুষ্ঠানের রেজিষ্ট্রেশন এর জন্য রয়েছে অত্যাধুনিক সুযোগ অনলাইনের পাশাপাশি অফলাইনে করা হচ্ছে রেজিষ্ট্রেশন। যাতে করে সারা দিচ্ছে গাড়াগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হাজারো সাবেক শিক্ষার্থী।
মহা পূর্ণ মিলনী অনুষ্ঠান আয়োজক কমিটির সাথে কথা হলে তারা জানান, নীলফামারীর জেলার কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাড়াগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এলাকার শিক্ষা প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখনকার অনেক শিক্ষার্থী দেশের নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ন করতেছে এবং অনেকেই বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত আছে। আর এই বিভিন্ন পেশা, মত ও পথের লোককে একস্থানে নেওয়ার প্রচেষ্টা আমাদের এ অনুষ্ঠান। আমরা আশা করছি আমাদের এই মহা পূর্ণ মিলনী অনুষ্ঠান টি এলাকার মানুষের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ,,,
১৯৮ বার ভিউ হয়েছে
0Shares