শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নীলফামারিতে জেলা ফুটবল লীগের উদ্বোধন 

নীলফামারিতে জেলা ফুটবল লীগের উদ্বোধন 

আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীতে চেম্বার অব কমার্স ফুটবল লীগ শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলার আন্তর্জাতিক শেখ কামাল স্টেডিয়াম মাঠে এই লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম সেবা। এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মমতাজুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা চেম্বার অব কমার্স সভাপতি শফিকুল আলম ডাবলু, সদর আ’লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদুর রহমান,  জলঢাকা উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি শহীদ হোসেন রুবেল, জেলা ডিএফএ এর সম্পাদক গোলাপ হোসেন প্রমুখ। জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি আরিফ হোসেন মুন জানান, এবারের লীগে মোট ৮ টি ফুটবল দল অংশগ্রহণ করছে। দুই গ্রুপে ভাগ হয়ে লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় প্রথমার্ধে নীলফামারী খেলোয়াড় কল্যাণ সমিতি ২–০ গোলে এগিয়ে ছিল জলঢাকা ক্রীড়া পরিষদের বিরুদ্ধে। জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় নীলফামারী জেলা ফুটবল এসোসিয়েশন এই লীগের আয়োজন করছে।
১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS