শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপে পৌরসভা চ্যাম্পিয়ন  

জলঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপে পৌরসভা চ্যাম্পিয়ন  

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় বঙ্গবন্ধু  অনূর্ধ্ ১৭ বালক জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বিকেলে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের ফাইনালে জলঢাকা পৌরসভা টাইব্রেকারে ৪– -৩ গোলে মিরগঞ্জ ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এর আগে নির্ধারিত সময়ে খেলা ১–১ গোলে ড্র ছিল। স্থানীয় সংসদ সদস্য মেজর অব রানা মোহাম্মদ সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, জাপা সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক, গোলাম মোস্তফা মানিক, জাতিয়পাটির যুগ্ম আহবায়ক দবির হুদা, সাইদার রহমান বুলু, প্যানেল মেয়র রনজিৎ কুমার রায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজম সরকার প্রমুখ। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে  টুর্নামেন্টে পৌরসভাসহ মোট ১২টি দল অংশগ্রহণ করছে।
১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS