শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন কুড়িগ্রামের আবুল কালাম আজাদ 

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন কুড়িগ্রামের আবুল কালাম আজাদ 

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতির সম্মাননা স্বরুপ মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছেন কুড়িগ্রাম সদর সাব- রেজিস্টার অফিস এর সভাপতি আবুল কালাম আজাদ ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ) বিকালে মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল এর  আয়োজিত অনুষ্ঠানে ঢাকার সেগুন বাগিচায় কেন্দ্রীয় কচিকাচার মেলা মিলনায়নে এই মহিয়সী নারী মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি নিজামুল হক নাসিম কুড়িগ্রাম সদর সাব- রেজিস্টার অফিস এর সভাপতি আবুল কালাম আজাদের
হাতে সম্মানা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আতা উল্লাহ খান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, বিএসএমএমইউ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছায়েফ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুইয়া, আলহাজ্ব মোঃ জাকির হোসেন, সৈয়দা কামরুন নাহার শাহনুর প্রমুখ।
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়ে কুড়িগ্রাম  সদর সাব- রেজিস্টার অফিস এর সভাপতি আবুল কালাম আজাদ
বলেন, আমি ছাত্ররাজনীতি করার সময় থেকেই সাধারণ মানুষের সাথে ছিলাম ও সমাজ সেবা বিশেষ অবদান রেখেছি। তাই বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন তদন্ত করে আমাকে মনোনীত করে। এ সম্মাননা আমাকে সমাজসেবায় আরও বেশি উৎসাহিত করবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
৪২ বার ভিউ হয়েছে
0Shares