বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

কুড়িগ্রামে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

এসএবাবু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন কুমার রায়ের নেতৃত্বে মেকুরটারী গ্রামের এক দরিদ্র বর্গা কৃষক আফজাল হোসেনের ৩৫ শতক জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।আর এ ঘটনায় ওই কৃষক বেশ খুশি বলে জানা যায়।

সরেজমিনে জানা যায়,রাজারহ্টা উপজেলার মেকুরটারী গ্রামের অহায় ও গরীব কৃষক আফজাল হোসেন যখন টাকার অভাবে পাঁকা ধান কাটতে পারছিলেন না এবং এনিয়ে তিনি বেশ চিন্তিত হয়ে পড়েন। ঠিক এ খবর পেয়ে ওই কৃষকের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশে ছাত্রলীগ রাজারহাট উপজেলা শাখার একদল নেতাকর্মী।শুক্রবার সকালে তারা এ ধান কেটে বাড়িতে পৌঁছায়ে দেন।এই বিষয়ে কৃষক আফজাল হোসেন বলেন ,‘মুই যখন ধান নিয়া চিন্তাত পড়ি আছোং তখন একজন মোক কইল ছাত্রলীগ ধান কাটি দেয় বিনা টাকায়।মুই সেই নেতার একজনের সাথে কথা কং। তারা আইজ মোর ধান কাটি বাড়িত দিয়া গেইল। এজন্য মুই খুব খুশি হইচং”।এ ব্যাপারে ছাত্রলীগ নেতা সুমন কুমার রায় জানায়,বাংলাদেশের যে কোন ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ সক্রীয় ভূমিকা পালন করে আসছে।আমরা গতকাল খবর পেয়ে ওই গরীব কৃষক আফজাল হোসেনের টাকার অভাবে ধান কাটতে না পারায় আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা মিলে তার ধান কেটে দিতে পেরে খুশি।তবে এ কাজ আমাদের চলমান থাকবে বলেও সুমন জানায়।

১৯৭ বার ভিউ হয়েছে
0Shares