শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

জলঢাকায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতা প্রসার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি এ.বি.এম সারোয়ার রাব্বী। এসময় উপস্থিত ছিলেন জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর রতন, আইসিটি অফিসার রবিউল ইসলাম ও প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ। এসময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের সকল মানুষের শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে। এছাড়াও নতুন প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নতুন কারিকুলাম চালু করেছে। উপজেলা প্রশাসন এই কর্মসুচি পালন করে।
৩০ বার ভিউ হয়েছে
0Shares