শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ পিজেকেইউএস এর বাস্তবায়নে কুড়িগ্রামে দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের সমন্বয় সভা সোমবার ১৮ সেপ্টেম্বর’২০২৩ইং জেলা অফিসে অনুষ্ঠিত হয়েছে।

পিজেকেইউএস এর বাস্তবায়নে কুড়িগ্রামে দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের কুড়িগ্রাম জেলা প্রকল্প পরিচালক মোঃ রঞ্জু সরকারের সভাপতিত্বে জেলা শহরের ত্রিমোহনী এলাকায় অবস্থিত নিজস্ব কার্যালয়ে প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- জেলা কো-অর্ডিনেটর মোছাঃ শেফালী বেগম, আইটি সেকশন অফিসার মোঃ মমিনুল ইসলাম মমিন, অডিট অফিসার ইমরান সরকার সহ সকল ইউনিয়নের মাঠকর্মীবৃন্দ। দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলা সদরের ৫টি ইউনিয়ন যথাক্রমেঃ- কুড়িগ্রাম পৌরসভা, বেলগাছা, কাঁঠালবাড়ী, মোগলবাসা ও ভোগডাঙ্গা ইউনিয়ন এবং উলিপুর উপজেলার দুর্গাপুর ও বুড়াবুড়ী ইউনিয়নে প্রকল্প কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে প্রকল্পের আওতায় কুড়িগ্রাম সদরে ১ হাজার এবং উলিপুরে ৫’শ হতদরিদ্র পরিবার সুফলভোগী হিসেবে নির্বাচিত হয়েছে।

১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS