শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাইয়েদ বাবু : যথাযোগ্য মর্যাদায় দোয়া মাহফিল র‍্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে কুড়িগ্রামে পালিত হলো জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী
২৮ শে ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে পুরাতন পোস্ট অফিস পাড়া জেলা বিএনপির কার্যালয়ে মৎস্যজীবী দলের ৪৫ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করা হয় ।

কুড়িগ্রাম জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আজাদুন্নবী শামীমের সভাপতিত্বে ও সদস্য সচিব মহুবর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাইফর রহমান রানা। তিনি বলেন ৭ ই জানুয়ারীর ভোটার বিহীন নির্বাচন করে সরকার পার পাবেনা, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নতুন নির্বাচনের দাবি জানান ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য শাহীন শেখ রঞ্জু প্রমূখ।

আলোচনা সভা শেষে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে শহর প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যলের সামনে এসে শেষ করে।

১৩৩ বার ভিউ হয়েছে
0Shares