শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ীতে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত 

ফুলবাড়ীতে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত 

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :  ২৫ জুলাই (মঙ্গলবার) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।২ আগস্ট বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রংপুরে মহাসমাবেশে আগমন উপলক্ষে ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করে।

ফুলবাড়ী ডিগ্রী কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ।উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষী এমএ করিম, এ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ডক্টর শাহনাজ বেগম নাজু, জেলা যুবলীগের আহ্বায়ক এ্যাডভোকেট রুহুল আমিন দুলাল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

বর্ধিত সভায় নেতারা জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রংপুরের মহাসমাবেশস্থল জনসমুদ্রে পরিণত করে মহাসমাবেশকে সাফল্যমন্ডিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS