বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে লেগুনার পেছনে ট্রাকের ধাক্কায় নারী ইপিজেড কর্মি নিহত

নাটোরে লেগুনার পেছনে ট্রাকের ধাক্কায় নারী ইপিজেড কর্মি নিহত

ইসাহাক আলী, নাটোর, ৩১ আগস্ট-নাটোরের লালপুরে দাঁড়িয়ে থাকা লেগুনার পিছনে ট্রাকের ধাক্কায় সিমা খাতুন (২৫) নামের এক নারী ইপিজেড কর্মি নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন।

বৃহস্পতিবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সিমা খাতুন লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী ও ইশ্বরদী ইপিজেডের কর্মী।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলিমুল ইসলম বলেন, পাবনার ইশ^রদী ইপিজেডের ভারা করা একটি লেগুনা পাবনা-নাটোর মমহাসড়কের কদিমচিলানে দাড়িয়ে ইপিজেডের কর্মীসহ যাত্রি তুলছিল। এ সময় পাবনাগামী একটি ট্রাক দাড়িয়ে থাকা লেগুনার পেছনে ধাক্কা দিলে লেগুনা সড়কের ধারে গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ইপিজেড কর্মী নিহত হয়। আহতদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও লেগুনা জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। মামলা প্রস্তুতি চলছে।

১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS