শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রিজভী’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ

রিজভী’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ

সাইয়েদ বাবু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি-বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তার নিজ জেলা কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহঃবার (৩১ আগস্ট) বেলা ১২টার দিকে জেলা শহরের দাদা মোড়ে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কওয়াহেদ রানা,ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকি,স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু হানিফ বিপ্লব,ছাত্রদলের দপ্তর সম্পাদক ইকবাল রাব্বী প্রমুখ।

অপরদিকে,জেলা শহরের মুক্তার পাড়াস্থ জেলা বিএনপির একাংশের অংশগ্রহনে আরো একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক সফিকুল ইসলাম বেবু,সাবেক সহ-সভাপতি শহিরুজ্জামান সাজু,দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল,যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল প্রমুখ।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা অবিলম্বে কুড়িগ্রামের কৃতি সন্তান রিজভী আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষনা দেন।

৪৩ বার ভিউ হয়েছে
0Shares