বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
লালপুরে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত- ২

লালপুরে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত- ২

ইসাহাক আলী, নাটোর, ২৩ আগস্ট’২৩-নাটোরের লালপুর-ঈশ^রদী আঞ্চলিক মহাসড়কের লক্ষীপুর বাজার এলাকায় প্রাইভেট কারের চাকা ফেটে গিয়ে মোটর সাইকেলের সাথে সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় প্রাইকেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে আরো ৫টি ভ্যানকে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শিরা জানান, দুপুরে কুষ্টিয়া থেকে রাজশাহীগামী একটি প্রাইভেট কারের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এ সময় আব্দুর রশিদসহ ৩জনকে চাপা দেয়। এ সময় আরো আরো ৫টি চার্জার ভ্যানকেও ধাক্কা দেয় কারটি। স্থানীয়রা রশিদকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রশিদ গৌরিপুর এলাকার আব্দুর রহমানের ছেলে। কারটি রোগি নিয়ে রাজশাহী মেডিকেল কলেজে যাচ্ছিল বলে জানা গেছে।

এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান, ঘাতক কারের চালক পালিয়ে গেছে। মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে হেফাজতে আছে নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে।

৪৯ বার ভিউ হয়েছে
0Shares