শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পোশাকসহ করতোয়া কুড়িয়ারের কাভার্ট ভ্যান আটক

লালমনিরহাটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পোশাকসহ করতোয়া কুড়িয়ারের কাভার্ট ভ্যান আটক

২১২ Views
লালমনিরহাট প্রতিনিধি। ; লালমনিরহাটে প্রায় সোয়া তিন কোটি টাকার ভারতীয় পোশাকসহ করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।

এর আগে ওই দিন ভোরে লালমনিরহাট   তিস্তা সেতুর টোল প্লাজা থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভাট৷ ভ্যানটি আটক করে বিজিবি।

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কার্গো কাভার্ড ভ্যানে করে ভারতীয় পোশাকের একটি বড় চালান ঢাকা যাচ্ছিল।

খবর পেয়ে বিজিবি লালমনিরহাট  ব্যাটালিয়নের একটি দল সোমবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতু টোল প্লাজায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যানটি আটক করে।

পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে এক হাজার ৪৬৬ পিস ভারতীয় শাড়ি, এক হাজার প্যান্টের পিস এবং এক হাজার ৪৭৯টি পাঞ্জাবি পাওয়া যায়। বিজিবি আরো জানায়, যার আনুমানিক মুল্য ৩ কোটি ২৭ লাখ ১৯ হাজার টাকা প্রায়।

Share This

COMMENTS