মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে পর্নোগ্রাফি বিক্রির দায়ে আটক ২, কম্পিউটার জব্দ

নাটোরে পর্নোগ্রাফি বিক্রির দায়ে আটক ২, কম্পিউটার জব্দ

ইসাহাক আলী, নাটোর, ২৪ আগস্ট-; নাটোরের সিংড়ায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে ২ পর্নোগ্রাফি বিক্রেতাকে আটক করেছে র ্যাব। এ সময় ২টি সিপিইউ, ৭টি হার্ডডিক্স ও ১টি এসএসডি জব্দ করা হয়।
গত রাতে সিংড়া উপজেলার সিংড়া বাজারে অভিযানে তাদেরকে আটক ও মালামাল জব্দ করে সিপিসি-২ র ্যাব-৫ এর একটি বিশেষ দল।
বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২ র ্যাব -৫ এর কোম্পানী অধিনায়ক, মেজর আশিকুর রহমান।
কোম্পানী অধিনায়ক মেজর আশিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট পর্নোগ্রাফি বিক্রয় করে আসছিল তারা।
এমন তথ্য পেয়ে গতকাল রাতে সিংড়া বাজারে অভিযান পরিচালনা করে র ্যাব। পরে ঘটনাস্থলে থেকে অপরাধে ব্যবহার্য বেশ কিছু সরঞ্জাম ও দুজনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন সিংড়া উপজেলার কতুয়াবাড়ী এলাকার মৃত আঃ রাজ্জাকের ছেলে মোঃ রুমন আলী (৩৫) ও একই এলাকার মৃত বিষ্ট চন্দ্র সরকার ছেলে শ্রী বিধান কুমার সরকার (৩০)।তাদের বিরুদ্ধে সিংড়া থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা রুজু করা হয়েছে।#
৫৬ বার ভিউ হয়েছে
0Shares