শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যশোরের পল্লীতে পানের বরজে আগুনে ৩ কৃষকের ২০ লাখ টাকার ক্ষতি

যশোরের পল্লীতে পানের বরজে আগুনে ৩ কৃষকের ২০ লাখ টাকার ক্ষতি

১৫ Views

ইয়ানূর রহমান : যশোরের চৌগাছায় ৩ কৃষকের পানের বরজ আগুন লেগে সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। যার আনুমানিক ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা। ভূক্তভোগী কৃষকরা এ ক্ষতির কারনে দিশেহারা হয়ে পড়েছেন।  ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, বৈদ্যতিক ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে পানের বরজে  আগুন ধরে যায়। কিন্তু স্থানীয় বিদ্যুত বিভাগ বিষয়টি মানতে নারাজ। বিদ্যুত  বিভাগ বলছেন বৈদ্যতিক কারন নয় অন্য কোন কারনে এই আগুনের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন ভুক্তভােগী কৃষকরা।

স্থানীয়রা জানান, চৌগাছার সুখপুকুরিয়া গ্রামের মাঠে কৃষক মিজানুর রহমান,  মাহাবুর রহমান ও সেলিম রেজা ১০ কাঠা করে মোট ৩০ কাঠা জমিতে পান চাষ করেছে। দুই বছর পর্যন্ত পানের বয়স হয়েছে। ভূক্তভোগী কৃষকরা জানান, শনিবার বিকালে হঠাৎ পানের বরজে আগুন ধরে যায়।  পানের বরজের নিকটে বৈদ্যতিক পিলারে ট্রান্সফরমার রয়েছে। সেটি ব্লাস্ট হয়ে আগুন ধরে মুহুর্তে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পানের বরজ দাউদাউ করে জলতে থাকে। তাদের চোখের সামনে নিজেদের পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।   তারপরও তারা কিছু করতে পারেনি। ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা হবে বলে চাষীরা জানান।

এ বিষয়ে পুড়াপাড়া বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ জনি বলেন, বৈদ্যতিক ও ট্রান্সফরমার ব্লাস্টের কারনে আগুন লাগেনি। ফেলে দেয়া বিড়ি সিগারেটের আগুনে   এটা ঘটতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখবেন বলে নি আশ্বাস দেন।#

Share This

COMMENTS