শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

নাটোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

ইসাহাক আলী, নাটোর, ১৫ আগষ্ট’২৩-নাটোরে শোক র‌্যালী আলোচনা সভা, মোয়া মোনাজাত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ সময় উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।

এদিকে সদরের কানাইখালীতে শোকসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি। এ সময় জেলা আওয়ামীলীগের সদস্য দিলীপ দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, জেলা যুবলীগ সভাপতি বাশিরুর রহমান খান এহিয়া, শ্রমিক নেতা মোস্তারুল ইসলাম আলমসহ অন্যরা বক্তব্য রাখেন। এরআগে দোয়া ও কোরআনখানী করা হয়।

এদিকে নাটোরের সিংড়ায় শোক র‌্যালী করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রুহুল আমিন বক্তব্য রাখেন। এর আগে উপজেলা প্রশাসন আয়োজিত শোকসভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।

এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূজ্ঞাঁ ও পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপএম। এ সময় সরকারী কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে জেলা আওয়ামীলীগের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ নেতাকর্মিরা। এছাড়া জেলা জুড়ে বিভিন্ন সংগঠন ও প্রশাসনের উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে।

১২০ বার ভিউ হয়েছে
0Shares