বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে নাশকতার অভিযোগে জামায়াত নেতা আটক

নাটোরে নাশকতার অভিযোগে জামায়াত নেতা আটক

নাটোর প্রতিনিধি, : ঢাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে জামায়াত নেতা ও স্থানীয় সংসদ সদসদ্যর আপন চাচাতো ভাই ইব্রাহীম পাটোয়ারীকে আটক করেছে পুলিশ।

গত রাতে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী বাজার থেকে তাঁকে আটক করা হয়েছে। বড়াইগ্রাম থানার কর্মকর্তা ওসি মো. শফিউল আযম আটকের বিষয়টি নিশ্চিত করেছন। আটক ইব্রাহীম পাটোয়ারী বড়াইগ্রাম উপজেলার ১নং জোয়ার ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর।

বড়াইগ্রাম থানার কর্মকর্তা (ওসি) শফিউল আযম জানান, শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী বাজার থেকে জোয়ার ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীরকে আটক করেছে পুলিশ। তিনি গত ২৮ অক্টেবর ঢাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান। স্থানীয় একাধিক সূত্র জানান তিনি স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর আপন চাচাতো ভাই ও একটি মাদরাসার শিক্ষক।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS