বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে পুলিশের বাধার মুখে বিএনপির কালো পতাকা মিছিল 

নাটোরে পুলিশের বাধার মুখে বিএনপির কালো পতাকা মিছিল 

নাটোর প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবি ও ডামি নির্বাচনের সংসদ ভেঙ্গে নতুন নির্বাচনের দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নাটোর জেলা বিএনপি।
শুক্রবার(২৬ জানুয়ারি) বেলা ১১ টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে দলের নেতাকর্মীরা কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করতে গেলে পুলিশি বাধায় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত করে দলটি।
সমাবেশে বক্তারা বলেন , ‘গত ৭ জানুয়ারী ডামী নির্বাচন করে এসরকার দেশে কালি মাখিয়েছেন। সেই ডামি নির্বাচন দেশের সাধারন জনগনসহ বিদেশিরাও প্রত্যাখান করেছে। এ সরকার শুধু প্রশাসনের উপর ভর করে ক্ষমতা দখল করে আছে। আজ দ্রব্যমূল্যর যে দাম তা সাধারন জনগনের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। দেশ ধীরে ধীরে দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। তাই এই সরকারের পতন ঘটানো ছাড়া কোন উপায় নেই। সাধারন জনগনকে নিয়ে বিএনপির নেতাকর্মিরা এই সরকারকে উৎক্ষাত করেই ঘরে ফিরবে।’
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুব দলের সভাপতি  এ হাই তালুকদার ডালিম, মহিলা দলের সভাপতি  সুফিয়া হক প্রমুখ।#
৪৬ বার ভিউ হয়েছে
0Shares