মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে মাদক সেবনকালে পাঁচ জনের কারাদন্ড ও জরিমানা

ডোমারে মাদক সেবনকালে পাঁচ জনের কারাদন্ড ও জরিমানা

 রবিউল হক রতন, ডোমার (নীলফামারী)  প্রতিনিধিঃনীলফামারী ডোমারে মাদকসেবনকালে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। সোমবার (১৪ আগস্ট) দুপুরে ডোমার পৌরসভার কলেজপাড়া চিলাহাটি সড়ক সংলগ্ন এলাকায় অভিযানে পাঁচ জনকে গ্রেপ্তার ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গ্রেপ্তারকৃতরা হলেন, ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া এলাকার কেষ্ট কুমার এর ছেলে শ্রী হিমেল চন্দ্র রায়(২৬), একই এলাকার মৃত ক্ষেত্র মোহন এলাকার ছেলে শ্রী নবদ্বিপ (২৫) কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় আরো তিনজনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন ডোমার মাদ্রাসাপাড়া এলাকার দেলোয়ার হোসেনের পুত্র জাহাঙ্গীর(৩৪) ও গিয়াস উদ্দিনের ছেলে রুবেল ইসলাম (৩৫), চন্দিনাপাড়া এলাকার মোকছেদ আলীর ছেলে মো: আনোয়ারুল(৩৮)।

এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন, ডোমার উপজেলা প্রশাসন ও ডোমার থানা পুলিশের  অভিজানে পাঁচজনকে আটক করে জরিমানা ও কারাদন্ড দেয়া হয়েছে। আসামীদের নীলফামারী কারাগারে প্রেরন করা হয়েছে।

১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS