বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারের শেওটগাড়িতে মসজিদের তিনতলা ভিত্তি প্রস্তর স্থাপন 

ডোমারের শেওটগাড়িতে মসজিদের তিনতলা ভিত্তি প্রস্তর স্থাপন 

রবিউল হক রতন, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ শেওটগাড়ি পূর্ব হাজীপাড়া জামে মসজিদ নির্মানকল্পে তিন তলা ফাউন্ডেশনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে মুসল্লিদের এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ভিত্তি প্রস্তাব স্থাপন এর উদ্বোধন করেন অত্র মসজিদের ঈমাম মাওলানা কাজী আব্দুল মালেক।
এসময় মসজিদ কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বিশেষ অতিথি হরিনচড়া ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল রানা, বিশিষ্ট শিক্ষক এবং রিভারাইন পিপল নীলফামারী জেলার সমন্বয়ক মোঃ আব্দুল ওয়াদুদ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম, অবসরপ্রাপ্ত শিক্ষক ডা. মোঃ ওয়াহিদুল্লাহ, মসজিদ কমিটির সেক্রেটারি মোঃ আব্দুল জলিল, হরিনচড়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মোঃ আরিফুর রহমান মিলন পাটোয়ারী সহ জামাতের মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জামাতবাসীর পক্ষে শিক্ষক আব্দুল ওয়াদুদ বলেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে মসজিদের উন্নয়নের কাজের নেমেছি। তিন তলা মসজিদ নির্মান করা সহজ ব্যাপার নয়। মিসজিদ নির্মানের খরচ অনেক বেশী, এলাকার বিত্তবানেরা সহযোগীতার হাত বাড়িয়ে দিলে মসজিদ নির্মান সহজ হবে বলে তিনি জানান।
২৯ বার ভিউ হয়েছে
0Shares