বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে ডোবা থেকে তরুনের মরদেহ উদ্ধার পরিবারের দাবি হত্যাকান্ড

সৈয়দপুরে ডোবা থেকে তরুনের মরদেহ উদ্ধার পরিবারের দাবি হত্যাকান্ড

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : সৈয়দপুরের তাঞ্জিমুল আলম তমাল (২৪) নামে এক তরুনের মরদেহ উদ্ধার করে সৈয়দপুর থানা পুলিশ। গতকাল সোমবার ওই উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের প্রাামানিকপাড়া সংলগ্ন তেলিপাড়ার একটি ডোবা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে তমাল বাসা থেকে বের হয়। রাতে বাসায় না ফেরায় তার মোবাইল ফোনে যোগাযোগ করায় ফোন রিসিভ না করায় রাত থেকে তাকে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজাখুজি করছিল। এর পরদিন সকালে নিহত তমালের বাড়ি প্রামানিক পাড়ার পাশে তেলিপাড়ার একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এদিকে তমালের বাবা জাহাঙ্গীর আলম বাবলুর সাথে কথা হলে শোকাহত কন্ঠে তিনি বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই। তিনি আরও জানান, ঘটনার দিন দিনের বেলা আমার ছেলে একটি মোটরসাইকেল বিক্রি করেছিল এবং তার কাছে আশি হাজার টাকা গচ্ছিত ছিল। আমার বিশ^াস তার কাছে আশি হাজার টাকা ছিনতাই করে হত্যাকারীরা এ জঘন্যতম হত্যাকান্ড ঘটিয়েছেন। আমি আমার মৃত ছেলের দাফন শেষে হত্যাকারীর বিরুদ্ধে মামলা করবো। অপরদিকে মৃত তমালের পরিবার ও এলাকাবাসী জানায়, তমাল একজন উদিয়মান ফটোগ্রাফার ও স্বেচ্ছাসেবক কর্মী ছিলেন। এছাড়াও সে সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার এসোসিয়েশন (সুভা)’র সক্রিয় সদস্য ছিলেন এবং সে ছেলে হিসেবে সে অত্যন্ত অমায়িক ও ভদ্র ছিলেন। তাই তার এ হত্যাকান্ডে পুরো এলাকাবাসীসহ সৈয়দপুরবাসী সবাই হতবাক ও শোকাহত।

২৯৭ বার ভিউ হয়েছে
0Shares