বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা 

জলঢাকায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা 

আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ “দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র, নিবন্ধন, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। উজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু,  উপজেলা শিক্ষা অফিসার শরিফা আখতার, মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ প্রতিভা বর্মণ, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাহেদ আলী প্রমুখ। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম জানান, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৬০ জন যুবককে সনদ, ২ জনকে ১ লাখ ৩৫ হাজার টাকার যুব ঋনের চেক, ১ টি যুব সংগঠন কে নিবন্ধন ও ৫ টি যুব সংগঠন কে ৫ টি করে গাছের চারা বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বাহাদুর বলেন, আমরা বীরের জাতি, আমাদের যুবরা আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যতের জন্য আশার আলো নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে যুবকরা তাদের লক্ষ্যে পৌছে যাবে এবং সফল হবে। যুবদেরও মাধ্যমে বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। জননেত্রী শেখ হাসিনা শুধু বঙ্গ ভবনে বসে থাকেন না। বাংলাদেশ কিভাবে ভাল থাকবে সেই চিন্তা চেতনা নিয়ে সব সময় ভাবেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধুই স্বপ্নই দেখান না। স্বপ্ন তিনি বাস্তবে পূরণ করে দেখান। যে কারণে বাংলাদেশ আজ অনেক ভাল অবস্থানে রয়েছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও প্রক্ষিণার্থী উপস্থিত ছিলেন।

১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS