বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত </span> <span class="entry-subtitle">সভাপতি আনোয়ার হোসেন আজাদ ; সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন </span>

কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত  সভাপতি আনোয়ার হোসেন আজাদ ; সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : ৭ বছর ৬ মাস পর  (২৬ অক্টোবর ) নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে  নির্বাচিত হয়েছেন সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আজাদ  এবং সাধারণ সম্পাদক নিবাচিত হয়েছেন সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো.ইসলাম উদ্দিন।
আজ বুধবার দুপুরে বিকালে কলমাকান্দা উপজেলা অডিটোরিয়াম  প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান এ সম্মেলন উদ্বোধন করেন।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান ও বক্তব্য রাখেন প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজ কল্যান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
সম্মেলনে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ৭৫ প্রতিরোধযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং  নেত্রকোনা -১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার ও সংরক্ষিত মহিলা -১৭ আসনের সংসদ সদস্য  হাবিবা রহমান খান শেফালি, বাংলাদেশ কৃষকলীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল।
সম্মেলনে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা  জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, নুর খান মিঠু, ও প্রশান্ত কুমার রায়সহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।
সাড়ে ৭ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এতে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। নেতাকর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
২৩ বার ভিউ হয়েছে
0Shares