বিরলে কৃষি প্রণোদনা বিতরণ
আতিউর রহমান, বিরল (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের বিরলে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় রবি মৌষুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান জানান, উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ২ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবি মৌষুমে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। এর মধ্যে বারি সরিষা জাত- ৯, ১৪, ১৭, ১৮ এবং বিএডিসি ১ জাতের সরিষা বীজ প্রতিজনকে ১ কেজি, রাসায়নিক সার ডি এ পি (ডেব) ১০ কেজি ও এমওপি (পটাশ) ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ বরকত উল্লাহ, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার শাহজাহান আলী, উপ-সহকারি কৃষি অফিসার ফাতেমা খাতুন প্রমুখও উপস্থিত ছিলেন।