বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তারাগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুর অগ্নি সংযোগ

তারাগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুর অগ্নি সংযোগ

তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জের ধরে ঘরে অগ্নি সংযোগ ও ভাঙচুর,গাছপালা কর্তন সহ মারপিটের অভিযোগ উঠেছে বাবুল হোসেন ও দুলালের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জে হাড়িয়ারকুঠি ইউনিয়নের চিলাপাক গ্রামে।

জানা গেছে, উপজেলার চিলাপাক গ্রামে মৃত আব্দুল করিম মন্ডলের ছেলে সৈয়দ আলী (৪৮) দীর্ঘদিন ধরে বসত ভিটার উপর বসবাস করে আসছেন। একই এলাকার উত্তরপাড়া গ্রামের তার ভাই বাবুল হোসেনের সাথে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদ চলছে। এরই জের ধরে বাবুল হোসেন তার স্ত্রী হাবিবা বেগম ও দুলাল হোসেন গত মঙ্গলবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে সৈয়দ আলীর বাড়ির বেড়া ভাঙচুর গাছপালা কর্তন অগ্নি সংযোগ ও মারপিটের ঘটনা ঘটায়।

সৈয়দ আলী অভিযোগ করে বলেন, আমি নিরীহ মানুষ হওয়ায় মামলা হামলা সহ জ্বীন ভুতের তন্ত্র মন্ত্র দিয়ে একের পর এক আমার পরিবারকে ধ্বংস করার পায়তারা করছে বাবুল ও তার কবিরাজ বউ হাবিবা। আমাকে মারপিট করায় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি।

বাবুল হোসেন বলেন, আমাদের দীর্ঘদিনের বিরোধ চলছে, সেদিন তেমন মারামারি হয়নি তবে রাতের অগ্নি সংযোগের ঘটনা ঘটাইনি।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, অভিযোগ পেয়েছি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

১২০ বার ভিউ হয়েছে
0Shares