শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তারাগঞ্জে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

তারাগঞ্জে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ ‘শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে সব শিশু দুধ পাবে অনায়াসে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে (এলডিডিপি) প্রকল্পের অর্থায়নে  উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের তথ্য মতে, এলডিডিপি প্রকল্পের আওতায় সারাদেশে পরীক্ষামূলক ভাবে তিনশ’টি বিদ্যালয়ের মধ্যে তারাগঞ্জে কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৬২ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি ২০২৫ সালের জুন মাস বলবৎ থাকবে। প্রত্যেক শিক্ষার্থীদের প্রতিদিন ২০০ মিলি করে (১টি প্যাকেট)  দুধ দেওয়া হবে।
 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম ফরহাদ নোমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বায়জিদ বোস্তামী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীলরতন দেব, এলই ডাঃ সৌদিয়া আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার রায়, এলএফএ মহসিন আলী, খাদিজা আক্তার, এলএসপি রেজাউল ইসলাম রেজা, মহসিন আলী, বেবী আক্তার, আসাদুর রহমান, তারাগঞ্জ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক সহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক  বৃন্দ। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা ভিএস ডাঃ আব্দুল করিম।
১৮৬ বার ভিউ হয়েছে
0Shares