শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মনপুরায় এক ইলিশ ১৩ হাজার টাকা

মনপুরায় এক ইলিশ ১৩ হাজার টাকা

মিজানুর রহমান-ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলার-মনপুরায় জেলে জালে ধরা পড়ে ৩ কেজি ওজনের রাজা ইলিশ। পরে ইলিশ মাছটি রামনেওয়াজ মৎস্য ঘাটে বিক্রি করতে আনলে মাছটি দেখার জন্য ভিড় লেগে যায়।

রবিবার দুপুর সাড়ে ১২ টায় মনপুরার পশ্চিম পাশে মেঘনায় আলমগীর মাঝির জালে ধরা পড়ে এই ইলিশ মাছটি।

আলমগীর মাঝি জানান, উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটের উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরীর মৎস্য আড়তের জেলে তিনি। ৩ কেজি ওজনের রাজা ইলিশ মাছটিসহ অন্যান্য মাছ সেই আড়তে বিক্রি করতে আনেন। পরে ইলিশ মাছটি মৎস্য আড়তে বাক্সে হাঁক ডাক দিয়ে ১৩ হাজার ৩ শত টাকায় বিক্রি করেন। মাছটি ক্রয় করে নেন উপজেলা সিপিপি টিম লিডার এরফান উল্লাহ চৌধুরী অনি।

এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকমর্তা ভিক্টর বাইন জানান, এমনিতে মেঘনায় ইলিশের আকাল। বৃষ্টি পড়তে শুরু করলে এই রকম আরও রাজা ইলিশসহ বড় সাইজের ইলিশ জেলেদের জালে ধরা পড়বে, তখন মাছের এত দাম থাকবেনা।

৫১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS