শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
লালমোহনে শেখ কামালের জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

লালমোহনে শেখ কামালের জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলার-লালমোহন উপজেলায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল এর ৭৪ তম জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার বিকেলে লালমোহন সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক মাঠে খেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি বক্তব্য ও খেলার উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

লালমোহন ক্রীড়া সংস্থার ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান-আবুল হাসান রিমন, চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-আব্দুল হান্নান মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি-জাকির হোসেন পঞ্চায়েতসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। ম্যাচে কালমা ইউনিয়ন একাদশ ও চরভূতা ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। খেলায় উভয় দল ০১-০১ গোল করেন।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS