শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলার নাহার মাধ্যমিকে দেশসেরে শিক্ষক নির্বাচিত

ভোলার নাহার মাধ্যমিকে দেশসেরে শিক্ষক নির্বাচিত

ভোলা প্রতিনিধিঃ চলতি বছরে-২০২৩, জাতীয় শক্ষিা সপ্তাহে মাধ্যমকি র্পযায়ে দেশসেরা শ্রষ্ঠে শ্রণে শিক্ষিক নির্বাচিত হয়ছেনে ভোলার হোসনে আরা নাহার। তিনি ভোলার লালমোহন উপজলোর সরকারি মডলে মাধ্যমকি বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার প্রতিদ্বন্ধি হিসেবে ছিলেন দেশের আট বিভাগের আটজন এবং ঢাকা মহানগরীর একজন শিক্ষক। এর আগে তিনি উপজেলা, জেলা ও বিভাগে মাধ্যমিক র্পযায়ের শ্রষ্ঠে শ্রণী শিক্ষিক নর্বিাচিত হন। হোসনে আরা নাহার জানান, বাচাই কমিটি তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবধি বিষয়ের ওপর বিবেচনা করে তাকে দেশসেরা শ্রষ্ঠে শ্রণেশিক্ষিক হসিেেব ঘোষণা করেছেন। শিক্ষা মন্ত্রণালয়রে মাধ্যমিক ও উচ্চশক্ষিা বিভাগ থেকে মঙ্গলবার (৬ জুন) হোসনে আরা নাহারকে মাধ্যমকি র্পযায়ের দেশসেরা শ্রষ্ঠে শ্রণী শিক্ষক নির্বাচিত করা হয়। তিনি বলনে, জাতীয় র্পযায়ে শ্রেষ্ঠ শ্রণী শিক্ষক নির্বাচিত হয়ে আমি আনন্দতি। ভোলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা যদি একটু পরিশ্রম করেন তাহলে শিক্ষার্থীরা সঠিক শিক্ষার আলোয় আলোকিত হতে পারবে। আমি যেমন আমার পরিশ্রম ও যোগ্যতা প্রমাণ করতে পেরেছি এর মাধ্যমে সারাদশের কাছে ভোলা জেলার সুনাম অক্ষুন্ন রেখেছি। আমি সকল শিক্ষকদেরকে অনুরোধ করবো আমরা একটু পরিশ্রম করলে নিজে যেমন সন্মনিত হয়েছি, তেমন আগামী দিনের প্রজন্মকে শিক্ষার উন্নত শিখরে পৌছাতে পারলে ভোলার সুনাম হবে।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS