শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলায় দিন ব্যাপী সরকারি-বেসরকারি হজ্জযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা

ভোলায় দিন ব্যাপী সরকারি-বেসরকারি হজ্জযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা

ভোলা প্রতিনিধিঃ ভোলায় সরকারি-বেসরকারি হজ্জযাত্রীদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৬ মে ) দুপুরে ভোলা শিল্পকলা মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণে হজ্জের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত করা হয়। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে হজ্জ গমণেচ্ছু ব্যক্তিরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ্জ পালনে সক্ষম হবেন।

ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মো: হুমায়ুন কবির এর সভাপতিত্বে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক,হাবের প্রতিনিধি মাসউদুর রহমান, প্রশিক্ষক মাওলানা বেলায়েত হোসেন,মেডিক্যাল অফিসার ডা:মো:আমান উল্ল্যাহ,ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা রিয়াজ উদ্দিন প্রমূখ। জেলা থেকে চলতি বছরে সরকারি ও বেসরকারী পর্যায়ে হজ্জ গমনে নিবন্ধিত দুই শতাধিক ব্যক্তি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে দিনব্যাপী হজ্জ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

৫২ বার ভিউ হয়েছে
0Shares