শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলায় তীব্র তাপদাহে স্কুল-মাদ্রাসা-কলেজ বন্ধ চায় অবিভাবক ও শিক্ষার্থীরা

ভোলায় তীব্র তাপদাহে স্কুল-মাদ্রাসা-কলেজ বন্ধ চায় অবিভাবক ও শিক্ষার্থীরা

ভোলা প্রতিনিধিঃ ভোলায় তীব্র তাপদাহে স্কুল-মাদ্রাসা-কলেজ বন্ধ চায় অবিভাবক ও শিক্ষার্থীরা, মঙ্গলবার (৬ জুন) এ দাবী করেন অবিভাবক ও শিক্ষার্থীরা। তারা জানান, তীব্রতাপদাহে তারা অতিষ্ঠ হয়ে পরেছেন, অনেক স্কুল-কলেজের ক্লাশ রুমে ফ্যানের ব্যবস্থা নাই, ২/১ প্রতিষ্ঠানে থাকলেও তা অপ্রতুল, স্কুল সকলেজের পোশাক পরে শিক্ষার্থীরা গরমের মধ্যে ক্লাশ করতে পারছেননা। অনেকে গরম জনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পরেছেন, তার ক্লাশ বন্ধ করার দাবী জানান। অবিভাবক-ফোরকান, আবুল কালাম মেলেটারী, আমজাদ, মিরাজ জানান, তীব্র গরমের মধ্যে শিক্ষার্থীরা ক্লাশ করতে গিয়ে অসুস্থ্য হয়ে পরেছেন, দেখা দিয়েছে গরম জনিত বিভিন্ন রোগ, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নাই। তাই স্কুল-কলেজের ক্লাশ বন্ধ করার দাবী জানান তারা। স্কুল-কলেজের শিক্ষকেরা তীব্র গরমে শিক্ষার্থীদের ক্লাশ করতে কষ্ট হচ্ছে স্বিকার করলেও ক্লাশ বন্ধের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। এব্যাপারে ডাঃ শাহীন চৌধুরী জানান, তীব্র তাপদাহে শিক্ষাথীসহ যে কোন বয়সের মানুষের হিটষ্টকের ঝুকি অনেক বেশী। তা ছাড়া শরীরের বিভিন্ন স্থানে এলার্জীসহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে, তার ব্যাপক আকার ধারন করার আশংকা রয়েছে। শিক্ষার্থীদের ক্লাশ বন্ধ রাখার বিষয় কর্তৃপক্ষ বিবেচনা করে দেখা প্রয়োজন।

৬০ বার ভিউ হয়েছে
0Shares