বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে যমুনার পানি আটকিয়ে এক পাশে প্লাবিত অন্য পাশে মরু

পার্বতীপুরে যমুনার পানি আটকিয়ে এক পাশে প্লাবিত অন্য পাশে মরু

খালেকুল জামাল,পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউপি’র বড়হরিপুর মেরেয়াপাড়া চান্দিনা পাড়া গ্রামের মাঝখানে ৫১ ছোট যমুনা নদীতে ঘটেছে এই ঘটনাটি।

সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখতে পাওয়া যায়, ২নং মন্মথপুর ইউপির দোলাপাড়া নামক গ্রামের গোলাম রব্বানি নামক ব্যাক্তি লোকজন দিয়ে নদীর বাধটি আটক করতে দেখা গেছে। নাম না বলতে ইচ্ছুক কয়েকজন ব্যাক্তি জানিয়েছেন, তার এভাবে নদীর পানি আটকিয়ে দেওয়ার ফলে কয়েক’শ একর জমি নদীতে বিলিন হওয়ার হুমকিতে রয়েছে। অন্যদিকে গোলাম রব্বানি জানিয়েছেন তার ৩ বিঘা জমি নদী ভাঙ্গনে বিলিন হয়েছে, তাই এ বাধটি দিয়েছি আমার জমিতে চাষাবাদ করার জন্য, প্রায় ২ লক্ষ টাকা ব্যায় করে তিনি এ কাজটি করেছেন,এবং বাধটি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেইজন্য দিনরাত পাহাড়া দিচ্ছেন, তিনি পূর্বের অবস্থায় নদী খননের মাধ্যমে তার জমি রক্ষার দাবি জানিয়েছে। অন্যদিকে বড়হরিপুর মেরেয়া গ্রামের হাসিবুর রহমান জানিয়েছে দ্রত এ সমস্যার সমাধান না করলে আমার ১ বিঘা জমি যেকোন সময় ভেঙ্গে যেতে পারে। নদীতে বাধ দিয়ে পানি আটকানোর ফলে বছিরবানিয়া- দক্ষিণ শালন্দার হয়ে ফুলবাড়ি পর্যন্ত পুরো নদীটি শুকনো হয়ে আছে। এলাকাবাসী দ্রত এ সমস্যার সমাধান চেয়েছেন।

৩২৩ বার ভিউ হয়েছে
0Shares