শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারী রেকর্ডকৃত রাস্তা উদ্ধার

সৈয়দপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারী রেকর্ডকৃত রাস্তা উদ্ধার

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ডে ওয়াপদা নতুন হাট সংলগ্ন ফকির পাড়ায় নির্মিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিলেন জেলা ম্যাজিস্ট্রেট। ওই এলাকার মরহুম তৈয়ব আলী শাহ ফকিরের পুত্র ইমরান আলী শাহ ফকির পাশের মরহুম তছির উদ্দিনের পুত্র মরহুম কোরবান আলীর বাড়ী থেকে বের হওয়া সরকারী রেকডকৃত রাস্তায় অবৈধভাবে বাড়ি নির্মিত করলে মরহুম কোরবান আলী জীবিত থাকা অবস্থায় প্রায় ৪ বছর পূর্বে এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা ভ‚মি অফিসে লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি সৈয়দপুর উপজেলার ভ‚মি অফিস তদন্ত সাপেক্ষে তা নীলফামারী জেলা প্রশাসককে অবহিত করেন এবং তার পর থেকে বিভিন্ন আইনী প্রক্রিয়া সম্পন্ন করে গতকাল ১৬ জুলাই সকাল ১১ ঘটিকায় নীলফামারী জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি হিসেবে সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আমিনুল ইসলামকে দায়িত্ব দিলে, তিনি যথাযথ নিয়মে স্থানীয় জনপ্রতিনিধি সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ শাহিন হোসেন, বেশ কয়েকজন সাংবাদিকসহ এলাকাবাসী ও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এ উচ্ছেদ অভিযান সম্পন্ন করেন। এ উচ্ছেদ অভিযানে ২৪৪ ফুট সরকারী রেকর্ডকৃত রাস্তার মধ্যে প্রায় ১০০ ফুট রাস্তা অবৈধভাবে দখলে থাকা উল্লেখিত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়। এদিকে উক্ত রেকর্ডকৃত রাস্তা উদ্ধার হওয়ায় স্থানীয় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন। [ছবি আছে]

৩৪৮ বার ভিউ হয়েছে
0Shares