শনিবার- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী বোড়াগাড়ী ইউনিয়ন ।

ডোমারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী বোড়াগাড়ী ইউনিয়ন ।

রবিউল  হক  রতন , ডোমার  (নীলফামারী ) প্রতিনিধিঃ  নীলফামারীর ডোমারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় বিজয়ী হয়েছেন ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ। ফাইনাল  খেলায় হাজার হাজার উৎসুক জনতা আনন্দঘন এবং উৎসব মুখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি উপভোগ করেন।
বুধবার (২৫ মে) বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে, পশ্চিম হরিণচড়া মহিলা বিএম কলেজের অধ্যক্ষ মেহেদী হাসান মুক্তির সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম”র সভাপতিত্বে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, উপজেলা আ”লীগের সিনিয়র সহ-সভাপতি ও বোড়াগাড়ী ইউনিয়ন আ” লীগের সভাপতি মনছুর আলী, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্ট, সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, ডোমার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহমেদ প্রমুখ। ফাইনাল খেলায় বোড়াগাড়ী ইউনিয়ন বনাম পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মধ্যেকার খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় পরে ট্রাইব্রেকারের মাধ্যমে ৭-৬ গোলে ৭ নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন এবং ৬ নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন রানার্স-আপ নির্বাচিত হন। খেলায় ধারা বিবরণীর দ্বায়িত্বে নিয়োজিত ছিলেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম এবং আরমিন জাহান।
খেলায় রেফারি হিসেবে দ্বায়িত্ব পালন করেন কবির হোসেন, সহকারী রেফারি নিয়াজ এবং জীবন এবং জিয়াবুল আলম ফারুক।
৭৬ বার ভিউ হয়েছে
0Shares