বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

সৈয়দপুরে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি : গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে সারা দেশের ন্যায় সৈয়দপুরেও মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছেন সৈয়দপুর উপজেলা ও পৌরসভার জাতীয় পার্টির পক্ষ থেকে।

শহরের ক্যান্ট বাজারের অস্থায়ী কার্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর পৌর জাতীয় পার্টির আহŸায়ক মোঃ শহীদ মিয়া, সদস্য সচিব মোঃ আব্দুল গণি মৃধা, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় নির্বাহী কার্যকরী সদস্য ও নীলফামারী জেলা জাতীয় পার্টির কার্যকরী সদস্য মোঃ জিয়াউল হক জিয়া, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহŸায়ক মোঃ পারভেজ আলম মুন্না, বোতলাগাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ আব্দুস সোবহান ও যুগ্ম আহŸায়ক মোঃ শফিকুল ইসলাম বসুনিয়াসহ স্থানীয় জাতীয় পার্টির অনেক নেতাকর্মী। পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও দোয়া করেন বোতলাগাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোঃ লুৎফর রহমান। উক্ত দোয়া মাহফিলে মরহুম রাষ্ট্রপতি আলহাজ¦ হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

২৪০ বার ভিউ হয়েছে
0Shares