শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় নিষিদ্ধ মাছ চাষ ও বিক্রয় বন্ধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ 

জলঢাকায় নিষিদ্ধ মাছ চাষ ও বিক্রয় বন্ধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ 

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ  নীলফামারীর জলঢাকা উপজেলায় আফ্রিকান রাক্ষুসে প্রজাতির মাগুর ও পিরানহা মাছ শতভাগ নিষিদ্ধকরণ নিশ্চিত করতে মৎস্য আড়ৎদার ও ব্যবসায়ীদের সচেতনতা ও উদ্বুদ্ধকরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মৎস্য জীবি ও সুফলভোগীদের আইন প্রতিপালন বিষয়ে  উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের স্বারকলিপি প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান। পরে তিনি টেংগনমারী সহ বিভিন্ন হাটবাজারের মৎস্য আড়ৎদার সহ ব্যবসায়ীদের নোটিশ প্রদান করেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান জানান, আফ্রিকান মাগুর ও পিরানহা মাছ অত্যন্ত রাক্ষুসে প্রজাতির হওয়ায় এ দুটো মাছের চাষ আমাদের দেশীয় প্রজাতির মাছের জন্য হুমকি স্বরপ। এই উদ্দেশ্যে সরকার মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ এর বিধি- ১৬ ও ১৮ অনুসরে যথাক্রমে পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ আমদানি, বহন, প্রজনন, চাষ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আরও জানায়, উক্ত বিধি লঙ্ঘন করলে ধারা ৫(১) মোতাবেক ১ থেকে ২ বছরের জেল এবং ৫০০০ টাকা জরিমানা অথবা উভয় দন্ড এবং ধারা ৫(২) মোতাবেক পরপর একই অপরাধের জন্য দ্বিগুণ শাস্তির বিধান রয়েছে।
২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS