বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমার – ডিমলার পুজা মন্ডব পরিদর্শনে ফারহানা সুমি।

ডোমার – ডিমলার পুজা মন্ডব পরিদর্শনে ফারহানা সুমি।

 রবিউল হক রতন , ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ   ডোমার ডিমলার কৃতি সন্তান উদিয়মান নেত্রী সরকার ফারহানা আক্তার সুমি শারদীয় দুর্গা পুজা উপলক্ষে দুই উপজেলার অধিকাংশ পূজা মন্ডব পরিদর্শন করেন। সনাতন ধর্মীও সবচেয়ে আনন্দ ও উৎসবমুখর এই পুজায় নীলফামারী জেলা আ”লীগের সদস্য ও যুব মহিলালীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তান সরকার ফারহানা আকতার সুমি’র এই সফর ব্যাপক জনসমর্থন পেয়েছে।
পূজা মন্ডব পরিদর্শন কালে তিনি ডোমার উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন শেষে ডিমলা উপজেলার ডিমলা বাজার আদর্শ স্কুল, ঠাকুরগঞ্জ, টুনিরহাট পূজা মন্ডবসহ আরও বেশ কয়েকটি মন্ডব পরিদর্শন করেন।
দুই উপজেলার পুজা মন্ডব পরিদর্শনের সময় ডোমার ডিমলার আওয়ামীলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মি এবং শুভাকাঙ্খিরা তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন।
২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS