শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জেলা শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দের আকস্মিক কুড়িগ্রামের মধ্য কুমরপুর এমএল হাই স্কুল পরিদর্শন  

জেলা শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দের আকস্মিক কুড়িগ্রামের মধ্য কুমরপুর এমএল হাই স্কুল পরিদর্শন  

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।  জেলা শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ আকস্মিক ১২ জুলাই বুধবার দুপুরে  কুড়িগ্রামের মধ্য কুমরপুর এমএল হাই স্কুল পরিদর্শন করেছে । শিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছতে পারে না। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের শারীরিক মানসিক সুস্থতা ও বিকাশের লক্ষ্যে দাতা সংস্থা ইউনিসেফ এর গৃহীত মধ্য কুমরপুর এমএল হাইস্কুলে চলমান পাইলট প্রকল্পের কার্যক্রম আকস্মিকভাবে ১২ জুলাই বুধবার দুপুরে  সরেজমিন পরিদর্শন করে জেলা শিক্ষা বিভাগের কর্মকর্তা বৃন্দ। প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে ইউনিসেফের চলমান পাইলট প্রকল্প এবং সরকারের সকল শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন পরিদর্শক টীম। এ সময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহুরুল হক, উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান। পরিদর্শক টিমকে সার্বিক সহযোগিতা করেন মধ্য কুমরপুর এমএল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, সহকারী শিক্ষক শ্রীমতি লতা মালতি, মোছাঃ আনজুমান আরা বেগম, মোঃ আমিনুল ইসলাম, তোফাজ্জল হোসেন সহ অন্যান্য সরকারি শিক্ষক ও কর্মচারী বৃন্দ।
৬৪ বার ভিউ হয়েছে
0Shares