শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান  আদালতে ৮টি পরিবহনকে জরিমানা ও ১৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান  আদালতে ৮টি পরিবহনকে জরিমানা ও ১৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতে ৮টি যানবাহনকে নগদ অর্থ জরিমানা ও ১৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ  করেছে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তর অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হর্ণ ব্যবহারের অভিযোগে ৩টি বাস ও ৫টি ট্রাকসহ মোট ৮টি যানবাহনের ড্রাইভারকে পৃথক ভাবে মোট ৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। একই সময় অতিরিক্ত মাত্রার শব্দ সৃষ্টিকারী ১৬ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন কুড়িগ্রাম  জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও। এসময় পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম  প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
কুড়িগ্রাম  সদর থানা পুলিশের একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে আরো জানানো হয়।
১৫২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS