বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
বিরামপুরে ৭৯০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

বিরামপুরে ৭৯০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

বিরামপুর (দিনাজপুর) সাংবাদদাতাঃ চলতি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭৯০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল জাতের আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০জুন) উপজেলা কৃষি চত্বরে এসব বিতরণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে কৃষকদের উদ্দ্যেশ্যে বক্তব্য রাখেন, বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মাহবুবুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস প্রমূখ। উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের নির্বাচিত ৭৯০ জন কৃষককের প্রত্যেককে আমন ধানের বীজ ৫ কেজি, এমওপি ১০ কেজি এবং ডিএপি ১০ কেজি হারে বিতরণ করা হয়েছে। বিতরণকৃত উফশী জাতগুলো হচ্ছে ব্রি-৭৫, ৮৭, ৯৫, ৯৩ এবং বিনা-১৭।

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS