শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ঘোড়াঘাটে অবৈধ সভাপতি কর্তৃক প্রধান শিক্ষককে নির্যাতন ভয়ভীতি প্রদান বিভিন্ন দপ্তরে অভিযোগ

ঘোড়াঘাটে অবৈধ সভাপতি কর্তৃক প্রধান শিক্ষককে নির্যাতন ভয়ভীতি প্রদান বিভিন্ন দপ্তরে অভিযোগ

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধ সভাপতি কর্তৃক প্রধান শিক্ষককে নির্যাতন ভয়ভীতি প্রদান বিভিন্ন দপ্তরে অভিযোগ করার অভিযোগ। প্রাপ্ত তথ্যে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মঞ্জুরী বেগম গত ১৯/০৯/২০২৩ইং তারিখে বিদ্যালয়ে গিয়ে অবৈধ সভাপতি আবু খায়ের মোঃ নাসিদ ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষককে গালিগালাজ করতে থাকে এবং বলে তাড়াতাড়ি উত্তর পার্শ্বের টিন সেডের তিন রুম বিশিষ্ট বিল্ডিংটি নিলামের ব্যবস্থা কর, তা না হলে খবর আছে। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ছাড়াই অবৈধ সভাপতি নিজের খেয়াল খুশি মত উক্ত বিদ্যালয়ে প্রাচীর নির্মাণ করছে। প্রাচীর নির্মাণ করার অজুহাতে বিদ্যালয়ের শহিদ মিনার ভেঙ্গে ফেলেছে। অভিযোগে আরও জানা গেছে, উক্ত অবৈধ সভাপতি বুলাকীপুর ইউপির স্বাস্থ্য সহকারী পদে কর্মরত। তার কোন সন্তানও উক্ত বিদ্যালয়ে লেখাপড়া করেন না। তার বিভিন্ন অনিয়মের ব্যাপারে বিভিন্ন দপ্তরে প্রধান শিক্ষক মোছাঃ মঞ্জুরী বেগম বাদী হয়ে অভিযোগ করেছে।

৯৬ বার ভিউ হয়েছে
0Shares