শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ীতে পরিবেশ দূষণের প্রতিবাদে প্রাণ কোম্পানির বিরুদ্ধে গ্রামবাসীর মানবন্ধন

ফুলবাড়ীতে পরিবেশ দূষণের প্রতিবাদে প্রাণ কোম্পানির বিরুদ্ধে গ্রামবাসীর মানবন্ধন

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে পরিবেশ দূষণের প্রতিবাদে প্রাণ কোম্পানির বিরুদ্ধে ৫ গ্রামবাসীর মানবন্ধন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা আলাদীপুর ইউপির রাঙ্গামাটি গ্রামে প্রাণ কোম্পানির বঙ্গ মিলস্ লিঃ এর প্রধান ফটক এর সামনে পরিবেশ দূষনের প্রতিবাদে ৫টি গ্রামে বসবাসকারী প্রায় আড়াই হাজার নারী পুরুষের ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত। মানববন্ধনে নেতৃত্ব দেন মোঃ সাদ্দাম হোসেন, মোঃ বাবু, মোঃ জনি, মোছাঃ মিনারা বেগম, মোছাঃ আরিফা বেগম, মোছাঃ রেখা বেগম সহ আরও আনেকে। মানববন্ধনে বক্তরা বলেন “প্রাণ কোম্পানীর ছাই ও পানির দূর্গন্ধের কারণে শ্বাসকষ্ট ও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে গ্রামবাসীরা। তাই ছাই ও পানির দূর্গন্ধ অতি বিলম্বে বন্ধ করতে হবে। তারা আরও বলেন, গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের চোখে ছাই পড়ে চোখের বিভিন্ন সমস্যা হচ্ছে। বাড়ীর খাবার, কাপড়, আসবাবপত্র ও তিন ফসলী জমি ছাই এর কারণে নষ্ট হচ্ছে। গাছ পালায় কোন ফল হচ্ছে না। চলতি বছর কোম্পানির ছাই এর আগুনে একটি শিশু পড়ে গিয়ে মারা যান। পরিবেশ দূষনের বিষয়ে দীর্ঘ দিন ধরে কোম্পানি কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলেও কোন পদক্ষেপ গ্রহণ করেননি তারা। এ বিষয়ে গ্রামবাসীরা উপজেলা নির্বাহী অফিসার বরারবর ও উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। মানববন্ধনের বিষয়ে রাঙ্গামাটি প্রাণ বঙ্গ মিলস্ লিঃ এর এর জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন এর সাথে কথা বললে তিনি জানান, যারা এই মানববন্ধন করছে তারা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহীত করার জন্য এই মানববন্ধন করেছেন। আগামীতে পরিবেশ দূষণ বন্ধ করা না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানান। মানববন্ধনের আয়োজন করেন আলাদীপুর গ্রামবাসী।

২০১ বার ভিউ হয়েছে
0Shares