বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সুজানগর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

সুজানগর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

সুজানগর(পাবনা) প্রতিনিধি: সুজানগর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের জন্য সর্বমোট ৭৬ কোটি ৬২ লক্ষ ৫৪ হাজার আটশত ৭৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে । সোমবার পৌরসভাকক্ষে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। নির্বাচিত মেয়র হিসেবে এটি তার তৃতীয় বাজেট এবং সুজানগর পৌরসভার ২০তম বাজেট। বাজেট ঘোষণা উপলক্ষ্যে পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিগণ, পৌরসভার কাউন্সিলগণ ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।এবারের বাজেটে পাকা, আধা-পাকা,নতুন রাস্তা-ঘাট নির্মাণ ও সংস্কার, ড্রেন,ব্রীজ,কালভাট নির্মাণ ও সংস্কার, বৃক্ষ রোপন, স্যানিটেশন, শিক্ষা ও স্বাস্থ্য সহ সামাজিক উন্নয়ন খাতে উলে­খযোগ্য ব্যয় বরাদ্ধ রাখা হয়েছে । বাজেট ঘোষণা অনুষ্ঠানে সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা তিনি তার বক্তব্যে বলেন পৌরবাসীর নাগরিক সুবিধা প্রদান সহ সুজানগর পৌরসভাকে একটি মডেল টাউন হিসাবে গড়ে তুলতে চাই আর এ জন্য পৌরবাসীকে নিয়মিত পৌরকর পরিশোধ করার পাশাপাশি এ বাজেট বাস্তবায়নে পৌরসভার সকল স্তরের নাগরিকের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন ।

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS