বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাঁথিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জালাল উদ্দিন,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’ এই শ্লোগানকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসুচীর মধ্যে ছিল, পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও কেক কাটা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে পতাকা উত্তোলণের মধ্যে দিয়ে বর্ণ্যাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি রশিদুন্নবী রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান লেলিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নব নির্বাচিত পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন। এ সময় আর বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা আ’লীগের নবনির্বাচিত সভাপতি হাসান আলী খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শিলা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতা অধ্যাপক মন্জুরুল হক রঞ্জণ, রিপন হোসেন প্রমূখ। এর আগে প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

৭৯ বার ভিউ হয়েছে
0Shares